ফজরের নমায,আযান হলো
দ্রুত ঘুম থেকে ওঠো।
পাখ-পাখালী,তরু,বন বৃক্ষ
সিজদায় অবতীর্ণ হলো।
ফজরের নমায,আযান হলো
আলসেমীটা ছাড়ো,
তাড়াতাড়ি ফজরের নমায
সকলে মিলিয়া পড়।
ফজরের নমায,আযান হলো
ওযু-ইস্তিঞ্জা সারো
পাড়া-পড়শী, ভাই -ব্রাদার
ঘুম থেকে ওঠো।
ফজরের নমায,আযান হলো
তাসবিহ-তাহলিল,সুরা ইয়াছিন,
কুরআন তিলাওয়াত করো।
ফজরের নমায,আযান হলো
দ্রুত নমাযের প্রস্তুতি নাও
নমায শেষে শিক্ষার্থীরা
পড়ার টেবিলে যাও।
ফজরের নমায,আযান হলো
তাসবিহ-তাহলিল সমাপ্ত করে
রুজি অন্বেষণে বেরিয়ে পড়।