বাবা !তুমি বড় অভিমানি
রাগলে আমার প্রতি,
কেন বাবা?বলতো এমন কি
আমার অপরাধ যুক্ত ত্রুটি?
বাবা !তুমি বড় অধিকারী
তোমার দয়া আমার প্রতি
সবার চেয়ে বেশি।
তুমি চোখ রাঙ্গালে না বাবা;
আমার অন্তঃস্বত্বা আর কলিজাটা
এই ভুবন থেকে যেন চলে যায়
মারিয়ানা ট্রান্সের গভীর অথই জলে।
বাবা ! তুমি রাগলে আমি খঁজে পাই নাকো
কোনো কূল ব্রহ্মপুত্রের সর্বগ্রাসী
গলা ডুবানো পানিতে ছোট্ট শিশুর
একটু অধটু সাঁতার জানা অবুঝ প্রাণ,
যেন জীবন বাঁচাতে স্রোতের ঢেউয়ের
সাথে হাত, পা ,আপাদমস্তক ডানা ঝাঁপটাতে
থাকা নিথর দেহখানি ঢেউয়ের ফাঁকে ফাঁকে
একটু ঘুমিয়ে আবার পিলে চমকে জেগে ওঠা।
বাবা ! তুমি রাগলে আমি নিজেকে
হারিয়ে লুকাই অপরাধীদের
শ্রীঘরে;যেথায় বাঁচাতে পারে একজন
দয়াময়ী,স্নেহময়ী,প্রেমময়ী বাবাই।
বাবা ! তুমিই জীবনের শেষ ভরসা
তোমায় বিনে নেই ক কোনো ছলনা
তোমায় বিনে নেই ক মোদের আশা
সবাই অবজ্ঞা করলেও তুমি করতে
পারো না ক ভর্ৎসনা,জগতে আমার
অসম্মান,তিরস্কার,কেরিয়ার থেকে ছিটকে পড়া।