সুন্দর সাজানো সংসার ঝিলিমিলি আলো
তোমার কথা স্বরে আজ লাগছে না মোর ভালো।
সাজানো গোছানো তার সব সবকিছুতেই ভালো
ছলনাময়ী হয় সূর্য্যি যখন কালো।
গল্পে খুব মিস্টি মধুর শ্রোতা খুবই ভালো
গপ্প শুরু নাইবা সাঙ্গ ঘুমেই পড়ে গেলো।
হদ্দ ছাড়া ছন্দে কড়া উদাসি তাহার মন
একটু সময় পেলেই হয় চনচল অসাধারণ।
আকাশের ওই নীলিমাটুকু পূর্ণ চন্দ্রগ্রহণ
যেন লক্ষ কোটি তারার মাঝে মন উচাটন।
পূর্ণিমার সেই চান্দ্র রাত্রি মধুচন্দ্রিমা
জোসনা যেন আমার ঘরে ছড়াচ্ছে আলোকছড়া।
বিপদ সংকুল অনেক পথ কন্টকাকীর্ণ
মনটা সেটআপ দিতে হচ্ছে শর্টকাট সিস্টেমো।