তুমি হয়তো রহিবে স্বপ্নের ডানা মেলে,
আমি সেই ডানায় ভর করে উড়ে বেড়াবো,
থাকো না স্বপ্ন হয়ে
ভালোবাসা বুকে নিয়ে।
তুমি হয়তো আসিবে কোনো এক বাদলা বিকেলে,
হিজল বনে, বকের ভিড়ে,
থাকো না বৃষ্টি হয়ে
আষাঢ়ের কালো মেঘে।
তুমি হয়তো আসিবে শীতের সকালে,
শিশির ভেজা আদুল পায়ে,
রেশমি সুতোর চাদর গায়ে
সবুজ মাঠে।
তুমি হয়তো থাকিবে বারান্দার হাসনাহেনায়,
কিংবা রজনী গন্ধায়,
চাঁদের জ্যোৎস্না হয়ে
ফুলের সুভাসে।
তোমার কণ্ঠে থাকিবে,
পল্লিগীতির সুর।
আমি থাকিব শীতল বাতাসে,
বারান্দার ও পাশে।
আমি থাকিব তোমার মিষ্টি হাসিতে,
থাকিব চোখের কাজলে,
বুকের পাঁজরে,
হৃদয়ের গহীনে।