সিলেট তুমি ধন্য হলে
শাহ জালালের গুনে,
আলোরন সৃষ্টি হলো
ইসলামেরই নামে ৷
তোমার উত্তরে জাফলং, তামাবিল
বালু পাথরের খনি,
পাথর তুলে জীবিকা অর্জন
করছে কত জনি ৷
ভাটি স্রোতে জল চলে যায়
ঢেউয়ের তালে তালে,
সুরমা নদী, কুশিয়ারা
মনুর কোলে কোলে ৷
চা বাগান ও রাবার বাগান
সারি সারি টিলা,
পলি মাটির ঝিকি ঝিকি
মরুভূমির লিলা ৷
শ্রীমঙ্গলে আনারস ও
কমলা লেবুর বাগান,
পাঁকা কাঠাল, রসাল আমে
মন ভুলানো ঘ্রান ৷
শ্রীমঙ্গলে আছে আরো
গ্যাসের বিশাল খনি,
ছাতক আছে কাগজ মিল
সিমেন্ট কোম্পানি ৷
সিলেটের কিছু কথা
ধরা হলো লেখায়,
সব লেখা সম্ভব নয়
লেখকের খাতায় ৷