জগতে তৈরী যত মরন অস্ত্র রহিয়াছে
মানুষ ধংস করিয়া
খরচ হবে এর আধা,
ইহা নয় কোন কঠিন ধাঁধা ৷
বুঝিতে আর কেউ নেই বাকি পরিয়া
মানুষে মানুষ ধরিয়া
সুযোগ পেলে কাধে বসে
রক্ত নেয় চুষিয়া ৷
ভাইয়ের দুষমন ভাই বনিয়া
রক্তের বাধন চিন্ন করিয়া
সংসারে অনল জ্বালিয়ে
নিদ্রা নেয় কারিয়া ৷
সংকট আসিল ঘনিয়া
মুখের খাদ্য নিল কারিয়া
ভিটে মাটি উচ্ছেদ করে
ধর্ম নিল ছিনিয়া ৷
শ্রেষ্ট যাতের জাতি মোরা
না দেখি আজ ভাবিয়া
আপন মাথায় লাঠি মারি
খেলা করি প্রান নিয়া ৷
শান্তির আশায় দৌড়া-দৌড়ি
দ্বীন গেছি আজ ভুলিয়া
দিবস কাটে যোদ্ধরত
রজনি যায় কাদিয়া ৷
যা করি আজ অহংকারে
হিসাব আছে রহিয়া
হারিয়ে যাওয়া সময়টুকু
কীসে আনিবে ফিরিয়া?
চলো সবাই এক হয়ে যাই
ভেদা ভেদ সব ভুলিয়া
শান্তি আসিবে
শক্তি আসিবে
পাওয়ার আসিবে ফিরিয়া ৷