পাহাড় কাটিয়া নদী সেচিয়া
কত রজনী হইল ভুর
নয়নে দেখিয়া চরনে হাটিয়া
এসেছি এত দুর ৷
যদি না থাকিত নয়ন আমার
পিচু হাটিতাম তবে
লাঠির কাধে ভর করিতাম
অন্ধ বলিত সবে ৷
নয়ন আমায় দিয়াছো বলে
দেখেছি জগতের বুক
দেখেছি আমি মমতাময়ি
জননীর সেই মুখ ৷
যদি না হইতো নয়ন তবে
না হইতো আলো
না বোঝিতাম রুপের বাহার
লাল নীল কালো ৷
বোঝিতামনা আলো আধার
দিন কিংবা রাত
দেখিতামনা চাঁদ তারকা
ভোরের রাঙা প্রভাত ৷
চোখ চক্ষু নয়ন আবার
কেওবা বলে আকিঁ
ভেবে না পাই আমি তারে
কোন নামে যে ডাকি ৷
নন ব্যাটারি আলোর মেশিন
দিবানিশি জ্বলে
দেখে দেখে হয়তো একদিন
ফুরিয়ে যেতে পারে ৷
আলো যেদিন ফুরিয়ে যাবে
কাদবো সেদিন দুখে
দিন থাকিতে দ্বীনের প্রদীপ
জ্বালিয়ে দাও বুকে ৷