শেষ কবে সকাল দেখেছিলাম আমার মনে নেই৷
আমি মনে করতেও চাইনা ৷

শিঁশির ভেজা ঘাসে উধুল পায়ে হেঁটে হেঁটে বকুল তলা আর যাওয়া হয়না আগের মতো ৷

হয়তো ভাবছো আমি রোজ সকাল দেখি একা একা ৷
না, তা কি করে হয় ৷

জীবনের দুপুর পেরিয়ে সন্ধ্যার অপেক্ষায় বসে থাকা পথিকের সামনে সকাল আসবে কোথা থেকে?

আমি'ত আর আগের মতো নই, বদলে গেছি একদম ৷

এখন ইচ্ছে করেও সকাল দেখতে পারিনা, মিস হয়ে যায় ৷