মা তোমার অবুঝ আমি
যত ভুল করি তবুও তোমার ৷
তোমার পাশে থেকে যেন
জগৎ জয়ী হই,
তোমার চরণ তলে যেন
নত হয়ে রই ৷
জীবনের সুদীর্ঘ পথ চলিতে
তোমার দো'আ চাই,
তোমার দো'আ না পেলে মা
কোথায় হবে ঠাই!
তোমার চোখে দেখিতে না চাই
বিন্দু সমান জল,
তোমার সেবায় থাকব সদা
তুমি-ই তো আপন জন ৷
তোমার আদেশে সত্যের সংগ্রামে
জীবন বিলিয়ে দেবো,
চিরদিন এই জাতির মুখে
হাসি ফুটিয়ে যাবো।