সবাই আমরা ভাই ভাই
এক নেতা এক দল,
তবে কেনো হাজার নেতা
হাজার কথার হাজার ছল ৷

কেউ বলে এই পথে যাও
কেউবা বলে ঐ পথে,
কোন পথ ধরে চললে মোরা
চলতে পারি সু-পথে?

হানা হানি মারা মারি
ধর্ম নিয়ে ধন্ধ,
কেউ বলে পির সাহেব
কেউ বলে ভন্ড ৷

হরেক রকম হরেক পাগল
আসল পাগল কোন জনা?
পাগল চিনতে সঙ ধরো
নইলে পাগল চিনবা না ৷

গাড়ি বাড়ি টাকার পাগল
ধর্মের পাগল কয়েক জন,
খানা-দানা ঘুমের পাগল
রংয়ের পাগল বহুজন ৷

কথার পাগল ব্যাথার পাগল
দ্বীনের পাগল কয়জনা?
এই ধরাতে সবাই পাগল
পাগলেরই কারখানা ৷

সবাই যদি এক হয়ে যাই
পাগল বলবে কোন জনা?
দল ভেঙে সব এক হয়ে যাও
নেতা মানো এক জনা ৷