এই পদ্মা মেঘনা যমুনার কূলে
গাংচিল উড়ে বেড়ায় আহারের টানে ৷

মাঠির নিচে আছে গুপ্ত ধন
তৈল গ্যাস কয়লা
খনিজ লবণ ৷

সুন্দর বনে আছে বাঘ ভাল্লুক
হাওরের হাটু জলে
শাপলা শালুক ৷

ছোট ছোট শিশুরা ভেলা নিয়ে
শাপলা তুলতে যায়—
আমাদের স্বাধীন দেশ
স্বাধীন বাংলা দেশ ৷

কামার কুমার আর তাতি জেলে
ব্যাস্ত থাকে নিজ জীবিকার টানে ৷

চাষিরা ভোর বেলায় হাল ধরে
ধান গম সবজি ফলন করে ৷

জ্ঞানীরা যুগে যুগে লিখেছেন বই
লেখা পড়ায় মানুষকে
করেছেন জয় ৷

মাথা উচু করে মোরা বাচতে পারি
সু-শিক্ষার-ই জন্য—
আমাদের স্বাধীন দেশ
স্বাধীন বাংলা দেশ ৷