দুই হাজার চার সালে
ছিল জুলাই মাস,
ঘর বাড়িতে বন্যা এসে
করলো সর্বনাশ ৷
জুলাই মাসের সতের তারিখ
শনিবার দিনে,
উথাল পাতাল ঢেউ আসিয়া
ঘর বাড়ি যায় ডোবে ৷
বাংলাদেশের ঘরে-বাহিরে
কত মানুষ মরে,
অনাহারী কত আছে
পানি বন্দি হয়ে ৷
পশু-পাখি মরলো কত
পানিতে ভাসিয়া,
ফিসারির মাছ ভাসলো
হাসিয়া হাসিয়া ৷
গরু মহিষ সাঁতার কাটে
মাথা উঁচু করে,
পাক-পাকালি উড়ে বেড়ায়
নীল আকাশের ত্বরে ৷
ধানের ফসল ডোবে গেল
মরলো ধানের চাষ,
কত বেলা না খেয়ে মানুষ
করলো উপবাস ৷
কত কষ্ট করলো লোকে
না পাইল সুখ,
বন্যার কারণে সবাই
সহিল কত দুখ ৷
পানিতে ভাসিয়া মানুষ
হাট-বাজারে যায়,
পানির উপর রান্না করে
দু-এক মুঠো খায় ৷
চার সালে বন্যা এলো
বাংলার ঘরে ঘরে,
মারা গেল কত লোক
হাজারে হাজারে ৷