ফাল্গুনি এলোরে
পলাশ ফুল ফোটে,
প্রজাপতি নৃত্য করে
সুরমা নদীর তটে ৷
মৌমাছি চুপি চুপি
গুন গুনে গান গায়,
পাখিদের কলরবে
ভোরের ঘুম ভাজ্ঞায় ৷
অবিরাম গেয়ে যায়
ঝিঁ ঝিঁ পোকা গান,
কোকিলের কণ্ঠে
কুহু কুহু টান ৷
ডালে ডালে কৃষ্ণচূড়া
জবা জারুল পারুল,
বসন্তের আগমনে
ফুলে ফুলে শিমুল ৷
শনশন বাতাসে
গাছের পাতা ঝড়ে,
কাঠ বিড়ালের ভঙ্গি দেখে
মন রহে না ঘরে ৷
ফাল্গুন ও চৈত্র মাসে
ঋতু রাজ বসন্ত,
গাছে গাছে ডালে ডালে
নতুন পাতার আনন্দ ৷