নিশি রাতে ঘুম ভেঙে যায়
বাঘের গর্জন শুনে,
অন্ধকারে কেনো জানি
ভয় লাগে মোর মনে ৷
কান পেতে শুনা যায়
ঝিঁঝিঁ পোকার ডাক,
এই শুনা যায় পাহাড় টিলায়
খেক সিয়ালের হাঁক ৷
জ্বোনাকি আলো দেয়
মিটি মিটি উড়ে,
ডালে বসে গান গায়
কোকিল মধুর সুরে ৷
গরুর হাল ধরে চাষি
আউশের ক্ষেতে,
নদীতে ডিঙি নৌকা
বাধা ঘাটে ঘাটে ৷
গুন গুনানি, মন ভুলানি
ভোমর গায় গান,
নদ-নদীর কোল দেখিয়া
জোড়ায় মন প্রান ৷
সবুজ রুপের প্রকৃতি
আমার মায়ের দেশ,
ছয় ঋতুর ছায়া মাখা
মোদের বাংলাদেশ ৷