. শীতের ঝরা পাতার ভীড়ে
আমিও যদি লুকিয়ে থাকি উষ্ণ প্রেমাবেশে,
পাখির মতো যদি হই নীড়হারা নিরুদ্দেশ
যদি হারিয়ে যাই একলা তারার ভীড়ে
তোমার মনেও কি চৈত্রের খরা নামবে?
তুমি ও কি যাবে তারার দেশে
হবে অমর কাব্য আমার?
আমি যদি হই সর্বহারা- কপর্দকশূণ্য
পারবে থাকতে উৎতপ্ত তাসের ঘরে
চোখের জলে ডুবাতে ক্রোধের আগুন
ভালবাসায় রাখবে কি আগলে?
যদি ছিঁড়ে যায় দু’মনের টান সুতো,
অক্ষরবন্দী ভালবাসা স্থায়ী হয়নাতো।