জানালার বিপরীতে চির অস্থির মন
বৃষ্টি ঝরে যায় মৃদু সুর, তাল, লয়ে,
মনের জানালায় উঁকি দেয় দু’টো নয়ন
চাতক চাহনিতে ঢেউ তোলে হৃদয়ে।
কল্পনার রাজকীয় প্রাসাদের আলনায়
বৃষ্টিতে স্নান শেষে মোহনীয় রূপে,
শরতের সূর্যের মতো সোনালী আভায়
ইন্দ্রিয়ে নির্মল দোলা দিয়ে যায়।
প্রতিটা স্পর্শ জাগায় সুখ শিহরণ
আসহাবে কাহাফের ঘুম যেন না ভাঙে,
না ভাঙে কল্পনার মধু অনুরণ
বৃষ্টি স্নাত দিন থাকুক আজীবন।
আমি জাগতে চাইনা নিষ্ঠুর বাস্তবতায়
তবুও ভেঙে যায় কল্পনার আসর,
জীবন ফিরে আসে বায়ূ, জল, মৃত্তিকায়
ভেঙে যায় কল্পনার মধুময় বাসর।