আমার হৃদয়ের একান্ত নীড়ে
দু’টি চোখ; তাকিয়ে থাকে
অপলক, জীবণের প্রতি বাঁকে
আশার আলো খুঁজে ফিরে।
হৃদয়ে বেদনা গীত বাজে
হারিয়েছি আমি সেই চোখ,
সেই দৃষ্টি, মায়াবি মুখ
দূর্গম পথ চলার মাঝে।
আজ হৃদয়ে ব্যাথার বন্যা
বিষ পানে অভ্যস্ত জীবন
দু’টি চোখ ভেঙ্গেছে মন
চোখের জন্য চোখের কান্না।
শকুনের ধারালো হিংস্র নখ
আমার হৃদয় খুবলে দেয়,
হৃদপিন্ড শেষ নিঃশ্বাস নেয়
তবু হৃদয়ে সেই দু’টি চোখ।