তুমি আর একবার ছুঁয়ে দিলে,
আমার পাথর হৃদয়ে নামবে ঝরণা
তোমার হাত সিক্ত হবে শিতল জলে
জলের স্রোতে ভেসে যাবে সব বেদনা।
তুমি আর একবার ছুঁয়ে দিলে,
মৃত- নির্জন বন ভরে যাবে ফুল- দলে
মনুষ্যত্বের ফসিল থেকে আসবে সৌরভ
ভ্রমর আসবে আমার ছন্দের কানন কূলে।
তুমি আর একবার ছুঁয়ে দিলে,
ভাঙবে রাজকুমারীর মরণ ঘুম
নাগর দোলায় দুলবে রাঙা স্বপ্ন
চাঁদ আর শুকতারার রাত হবে নির্ঘুম।
যদি প্রেম প্রহরে ছুঁয়ে দাও শুধু একটি বার,
তোমার জন্য মরতে পারি শত- সহস্র বার।।