জীবন আসে-----
স্বর্ণালী রোদ মেখে
মনুষ্য পারাবারে,
এখানে কালবৈশাখীর ঝড়
আলো- ছায়ার খেলা চলে
মেঘের তীরে।
বসন্তে কোকিলের শীষে
অনুভূতি হারিয়ে যায়
মমতার নীড়ে,
ছুটে চলে জীবন
উদ্দেশ্যহীন বলাকার মত
হতাশার ভীড়ে।
চোখের কোণে রঙিন স্বপ্নেরা
নীলাভ হয়ে যায়
বেদনার নীলে,
পালিয়ে বেড়ায় জীবন
জীবন থেকে সরে, একা;
আমাকে ফেলে।
আমি আর আমার বিষাক্ত
দিন- রাত জোড়া স্বপ্ন
অঙ্কুরে নষ্ট,
চাইলেও ফেরেনা জীবন
শুধু হৃদয় থেকে ঝর-ঝর ঝরে
অনিরুদ্ধের কষ্ট।