জন্ম জন্মান্তরে লালসার চোখে
চুষে খাচ্ছে সবটুকু সুখনিদ্রা,
বিষাক্ত ভ্রমর নিরীহ ফুলের বুকে
স্বপ্নের পেনসিলে আঁকে মৃত্যুর স্কেচ।
দক্ষ শিল্পী তুমি; ধূসর মৃত্যু রঙে
এঁকে দাও আমৃত্যু যন্ত্রণার ম্যাপ,
স্বার্থান্বেষী আমার দু’হাত নানা ঢঙে
শূন্যে করে ফাঁকা আস্ফালন।
সভ্যতার চোখে ঠুলি পড়েছে কবে
সে না হয় প্রত্নতত্বের বিষয় হোক,
আজও তো সচল শোণিতের স্রোত
তবে কেন..........?
কেন মুক্তির রশিতে দোলে জয়শ্রী’র শরীল,
কেন ডুকরে কেঁদে ওঠে মানবতার ফসিল?