মৃত তারাদের বুক চিরে কালের ক্লান্তি ঝরে
পাপ ধুয়ে ধুয়ে নিষ্পাপ হয় কালপুরুষ,
রাতভর কোঁজাগুঁড়ি চাঁদের রূপ ঝরে
প্রভাতে মুখোস পড়ে ভিতু কাপুরুষ।
আমি মুখোস পড়িনি, করিনি প্রেমের ধ্যান
আমি করিনি মিথ্যা প্রেমের শপথ,
আমি গিয়েছি দুঃখের সীমান্তে, জীবন
আঁধারে পেরিয়েছি বাস্তবতার দূর্গম পথ।
আমাকে খুঁজে পাবেনা তারাদের ভীড়ে
আমি কখনো যায়নি জোৎস্না স্নানে,
আমাকে পাবেনা কৃত্রিম শান্তির নীড়ে
আমি কখনো বসিনি মিথ্যা ধ্যানে।
আমার আত্মার বদ্ধ খোলস ছিড়ে
জীবনের দুঃখ- সুখের ঘাট পেরিয়ে,
যেতে চাই মুক্ত মানবতার নীড়ে
যেখানে থাকবেনা শোষণ- শোরগোল।