রক্ত মেঘের গর্জন আর ভাল লাগেনা
ভাল লাগেনা তারার প্রণয় দৃশ্য,
বৈরী হাওয়ায় টুনটুনিদের প্রেম জাগেনা
ডুমুর পাতার প্রেমপত্র অদৃশ্য।
চালতা গাছের পাতার ফাঁকে ফুল ফোঁটেনি
ফুল ফোঁটেনি হিজল- জারুল বনে,
ফাগুন মাসের সাঁঝ বেলাতে প্রেম জাগেনি
প্রেম জাগেনি ষোড়শী প্রিয়ার মনে।
চাঁদ তারাতে সারা রাতে ভাব জমেনি
বিষাদ রেখা রাতের আকাশ প্রান্তে,
চাঁদ সাগরে আজকে প্রেমের বান ডাকেনি
রাত বেড়েছে কুবের মাঝির অজান্তে।
দূর্বা ডগার মুক্ত শিশির যাচ্ছে ঝরে
যাচ্ছে ঝরে বিষাদ যতো রাতের,
ব্যস্ততারা যাচ্ছে ক্রমে বেড়ে
যন্ত্রণারা লুকিয়ে যাচ্ছে রোদে।
গোধুলি বেলা হাসবে আমার প্রিয়া
অন্য কোন সুর ভরাবে মন,
আমার আকাশে ডাকবে দুঃখের দেয়া
বিষাদ আসবে জুড়ে হাজার ক্ষণ।
এভাবে আবার সাঁঝ গড়াবে রাতে
যন্ত্রণারা আসবে আমায় কাঁদাতে।