কোজাগুঁড়ি পূর্ণিমা চাঁদের জোন্সায়
মন হারিয়েছিলাম প্রিয়ার ডাকিনি চোখে,
দুঃদশাময় অমাবশ্যাতেও খুব কাছাকাছি
নিঃশব্দে বাহুডোরে ভাসমান বন্য সুখে।
এক কালবৈশাখির ঝড়ে-----
বৃষ্টির ধারার মতো ঝরে গেল বিশ্বাস,
টুটে গেল বন্ধন যুগান্তরের বাঁকে
অসহ্য যন্ত্রনায় ভারি হলো নিঃশ্বাস।
রাত্রি শেষে দিগন্ত জুড়ে এলো ভোর
সময় হলো গোধুলি রঙের জন্জাল,
সুখের ফুলের জীবন সংক্ষিপ্ত
সন্ধায় মাটির বুকে ফুলের কঙ্কাল।
ফাগুন চলে যায় অজ্ঞাত নিরবতায়
পড়ে থাকে শরীর, মৃত ফুলের মতো,
কল্পনাময় রাতের হয় মন্থর সমাপ্তি
বেঁজে ওঠে বাস্তবতার শত ঘন্টা।
স্বপ্ন অধ্যুষিত রাতে কাছে ডেকনা প্রিয়া,
বাস্তবতায় বিলিন আমার স্বপ্নহীন হিয়া।