দিগন্ত জুড়ে ভোর এলো সূর্যের ডাকে
কিন্তু তুমি এলেনা - - - - -
শালিক জোড়া কেঁপে ওঠে পাতার ফাঁকে
কুয়াশার টুপটাপ আত্ম- বলিদান।
স্পষ্ট হয়ে ওঠে মুখোসি চরিত্রের দল
ঘুমের রাজ্যে পাড়ি জমায় পাপি কাপুরুষ,
বিধাতার খাতাবদ্ধ হয় জীবণের ফলাফল
নিষ্প্রভ হয় কালের সাক্ষী কালপুরুষ।
বাস্তবতায় বিবর্ণ হয় প্রিয়ার চেনা মুখ,
নির্বাক তাকিয়ে থাকে আমার ক্লান্ত দু’চোখ।