মৌনতার রূপ দেখেছ, বর্ণালী?
মোম বাতির মতো নিঃশব্দ আত্মবলিদানে
আলোকিত করে ভাবনার কানন।
আমি ভালোবাসি কবরের নিরবতা
ঝিঝি পোকারাও ঘুমে নিথর,
স্বপ্নগুলো দিয়েছি শরনার্থী শিবিরে
ত্রাণ সামগ্রীর বড় অভাব প্রান্তরে।
এখানে আমার ধূসর পৃথিবীতে জল নেই,
নেই মেঘের টুকরো
তারাহীন অনুর্বর আকাশ ভরা শূন্যতা।
দাঁড়িয়ে আছি জীবন রেখার প্রান্তে,
শূন্য মনে মেঘ জমেছে অজান্তে।