প্রেমের কি প্রতিদান আছে, বর্ণালী?
যদি থাকে সে আমার অজানা।
নিয়ম করে হয়না ভালোবাসা
তাই বাঁধিনি বাহুডোরে,
নিঃশব্দে চলেগেছি বহুদূর
চেনা যন্ত্রনা সাথে করে।
রাত স্পষ্ট ভাঙে স্বপ্নের শরীর
জোৎন্সা মাখা প্রতিটা রাতে
খুব কাছাকাছি- ছায়া দূরত্বে
বাস্তবতার সাথে হেঁটেছি পথে।
আমার সাদা- কালো জীবন
কোন রঙ নেই, নেই সৌরভ;
স্বপ্নের পূজারী আমি নই
সত্য মাখা দিনের শেষে,
তারও বেশি প্রেম দেব
যত তুমি চাও ভালোবেসে।