১. আমি
কামনা চেপে রেখে ভালবাসি
আধারে হিংস্রতা, যেন মধ্যযুগ;
মঞ্চের অভিনয়ে অট্টহাসি
এখন আমার আত্মার স্বর্ণযুগ।
২. সে
আচমকা রোদেলা আকাশ
হলুদ লাঞ্চপ্যাক ব্যস্ত দুপুর,
রোদেলা সোনালী বিকেল
রিনি ঝিনি রূপোর নুপুর।
৩. প্রেম
সে আমাকে প্রেম দেয় আর আমি তাকে
অধরে চুমু আঁকা আর কামনার আলিঙ্গন;
এ যেন পীর- মুরিদের তেল- জলের বোতল বদল!
৪. জীবন
বিষন্ন তাকিয়ে থাকি
শূন্যতায় যা খুশি আঁকি,
বাস্তবায়নে মরিয়া রই
অবশেষে শশ্মান কয়লা হই।