ঝলমলে রোদ ব্যস্ত দুপুর
তোমার পায়ের রূপোর নুপুর
অন্য কারো মন ভোলালে, ভুলে যেও।
.
সোনা রোদের মিষ্টি বিকেল
তোমার চুলের সুগন্ধি তেল
অন্য কারো মন মাতালে, ভুলে যেও।
.
বিকেল ঘুরে সন্ধে হলে
সন্ধা তারায় মন হারালে
আনমনা মন কূল হারালে, ভুলে যেও।
.
শরৎ কালের পূর্ণ চাঁদে
তোমার মাথা কারো কাঁধে
স্বপ্ন সুখের ঘর বাঁধলে, ভুলে যেও।
.
আমার শরীর শ্বাস হারালে
সকাল- বিকেল রং হারালে
রংধনু রং গায়ে মেখে, ভুলে যেও।