দেখে যাও স্বাধীনতা,
কেমন যন্ত্রণা সহ্য করে বেঁচে আছি আমি
কেমন সংগ্রাম করে বেঁচে আছে মানুষ।
প্রতিদিন আকাশের দিকে যাচ্ছে বাজার দর
না খেয়ে বোতাম আটা পোশাকের আড়ালে
গ্রীষ্মের জোঁকের মত শুকোচ্ছে সাধারণ মানুষ।
গ্যাস, বিদ্যুৎ, পানির দর বাড়ায় হাহাকার
মধ্যবিত্ত- নিম্ন আয়ের প্রতিটি পরিবারে,
তিন বেলার নিয়ম ভেঙ্গে দু'বেলা গিলছে
ভেজাল মেশান কিম্বা মেয়াদ উত্তীর্ণ খাবার।
দেখে যাও স্বাধীনতা,
কেমন করে বলাৎকার হয় অবুঝ- নিষ্পাপ শিশু
মাদকাসক্ত ছেলে খুন করে জন্মদাতা বাবাকে।
কানে আঙ্গুল দিওনা, তোমাকে শুনতেই হবে _
চক বাজারে আগুন দগ্ধ মানুষের স্বজনের কান্না,
মানুষের মৃত্যুতে কেমন করে হেসে ওঠে মানুষ।
পত্রিকার পাতায় রিপোর্ট হয় সব বিচ্ছিন্ন ঘটনা,
মানুষের মৃত্যুতে মানুষের যেন কিছু যায় আসেনা!
দেখে যাও স্বাধীনতা,
কেমন করে রাস্তার পাশে জোছনা বেগম
আঁচলে সম্ভ্রম ঢেকে শুকোয় একমাত্র শাড়ি।
কেমন করে খাবার চুরির অপরাধে
গণপিটুনিতে মরে ক্ষুধার্ত পথ শিশু
এমন বাংলাদেশ তুমি কোন দিন দেখনি।
আজ এই দেশ ব্রিটিশ কলোনি কিম্বা
পাকিস্তান নয়, সার্বভৌম ভূ- খণ্ডে
বাসের চাকায় পিষ্ট হয় স্বাধীন মানুষ,
মানুষের রক্তে আজও লাল হয় রাজপথ।
দু'মুঠো সাদা ভাতের জন্য আমাকে হাঁটতে হয়
আমারই ভাইয়ের রক্তে রক্তাক্ত রাস্তায়।
দেখে যাও স্বাধীনতা,
কেমন কুকুরের মত বেঁচে আছে মানুষ
শাসক সমাজ কতটা বিবেকহীন-বেহুঁশ।
মার্চ, ঢাকা, বাংলাদেশ