১.
এত সকালে ছুঁটলে কোথায়, অনি?
কই আমাকে বলনি তো!
বললে বুঝি বাঁধা দিতাম?
ও সাধ্য নেই আমার।
যেখনেই যাও পথে চিহ্ন রেখ,
যা ভুলো মন তোমার।

২.
কি দেখ আনমনে,
আকাশ নাকি মেঘের খেলা?
প্রেমে পড়নি তো জীবনের রঙে!
দুঃখের বৃষ্টি এলে সব ফিকে;
তাই বলি, ওম নাও
জাহান্নামের ওম।
শীত মাখা প্রান্তরে
সুখ পাবে সবিরাম।

৩.
একি স্বপ্ন আঁকছো,
তাও আবার জীবনের রঙে!
জীবনের রঙ কি স্থায়ী হয়?
বৃত্তের ভেতরে রংধনু আঁকা যায়,
বাইরে বাস্তবতার ধূসর ম্যাপ।
সাদা মেঘে ও থাকে বিদ্যুৎ
পারবে তো হাসতে তাড়সে?

৪.
হাসো অনি, হাসো
তোমার হাসিতে ঝরুক মুক্ত।
বর্ণালীর কাঠালী রঙা হাতে
দু’টো সোনালী ঘাসফুল দেব,
ভালবাসার বিনিময়ে
এটা হবে সেরা উপহার।
বাহুডোরে বেঁধে রাখ
যেন টুটেনা স্বপ্নের বাসর।

৫.
মন খারাপ কেন, অনি?
কোন কিছু স্থায়ী না পৃথিবীতে
শুধু কান্না সবার আপন।
স্বপ্নে কথা বলবে তো?
ও তো শুধু স্বপ্নে আসে
দিনের নীল আলোয়
বিষাদের রেখা হাসে।

৬.
আবার চলেছ ভর দুপুরে?
গাছের মাথায় তরল আগুন
ঢেলে দিচ্ছে নিষ্ঠুর সূর্য;
এমন দুপুরে যেওনা......
থামবেনা তো? আচ্ছা যাও
পথে চিহ্ন রেখে যেও,
যেন খুঁজে পাই।

৭.
অনি দেখ,
লাশ পড়ে আছে!
আরে ওটা তো তোমার লাশ!
এখনো সৎকার করনি কেন?
কতশত অমাবশ্যা কেটে গেল,
কেটে গেল যৌবন রঙা বয়স
আলসে কেন সারাটা বিকেল ধরে?
তুমি চুপ কেন?
এটা তুমি না!
এটা তোমার স্বপ্নের লাশ!
যে হাসতো, কাঁদতো, নিতো নিঃশ্বাস।
একটা দরখাস্ত দিও মহাকালের যাদুঘরে,
তোমার স্বপ্নের কঙ্কাল থাকবে কাঁচ বাক্সে।