ধূসর দেয়াল জুড়ে কে আঁকে বর্ণহীন চিত্র?
বুক- পিঠ জাপটে ধরেছে দীঘল কালো রাত
বুকের মাঝ বরাবর ভেদ করে যাচ্ছে অন্ধকার।
পড়ে আছি নিঃস্তব্ধ যেন ডায়নোসারের ফসিল!
জলের স্রোতে ভেসে গেছে অহঙ্কার- আমিত্ব,
কালের ভাঙনে গেছে সংসার- সুখের বসত ভিটা।
টিনের চুলো, পোড়া মাটির পাতিল, পাতার থালা.....
বাঁধের ওপর সংসার।
কাকের চোখের মতো কালো রাত জড়িয়ে ধরে
তৃষ্ণার্ত শরীর, বিষাক্ত চুমু আঁকে পরম মমতায়!
সারা রাত কেটেছে সংশয়ে- আলোহীন,
জীবনের স্বাদ যেন বিষাক্ত, রূপ বর্ণহীন।