ঘোলাটে মেঘের অববাহিকায়
বাস্তবতার নীল রোদ্দুর,
আমি অবিরাম দাঁড় টেনে
অতটা গেছি; তুমি স্রোতে যদ্দুর।
.
আমার আকাশ ভরা শূন্যতা
আঁকি অদৃশ্য মানচিত্র,
ভাঙনের কূলে একা- নিথর
দেয়ালের আড়ালে নীল চিত্র।
.
পাল্টে যাচ্ছে আকাশ
পাল্টে যাচ্ছে নীলিমা,
সূর্য ঘড়িটার দুঃখ ভীষন
পেরোতে চায় সীমানা।
.
ষোড়শী মেয়ের মন ভাল নেই
সুখ আসেনি খোয়াবে,
আকাশ ভরা তারার মেলা
কাঁদবে সে কোন স্বভাবে?