ইট- পাথরের দেয়াল ঘেরা নগরে
শরনার্থীর মত দিন কাটছে যাতনায়,
নিরন্তর জোয়ার- ভাটা জীবনের চেতনায়
কোনমতে বেঁচে আছি নিষ্প্রাণ নগরে।
দূর্নীতির দংশনে ধূসর নীল মানবতা
মহাকালের বুকে মানুষ যন্ত্রণা কাতর,
অব্যবহৃত সব ধর্মগ্রন্থ; নিশ্চুপ- নিথর
শুধু ফাঁকা বুলি, সব যেন কপটতা।
বিবর্ণ মেঘের আড়ালে বিদ্যুৎ খেলা করে
যেন আচমকা নেমে আসবে পৃথিবীর বুকে,
নতুন করে কাঁদি অজানা এক শোকে
চোখ থেকে পানি রূপে রক্ত ঝরে।
কবে হবে মানবতার মহা বিজয়?
প্রহর গুনি দেখতে সেই মহাপ্রলয়।