বন্ধু হবি?
সকাল- বিকাল, সাঁঝ বেলাতে আমার সুরে সুর মিলাবি
মন খারাপের মৌসুম এলেও আমার জন্য হেসে দিবি।
বন্ধু হবি?
আসছি বলে দু’ঘন্টা পর, কান ধরে দাঁড়িয়ে যাবি
রাত্রি জেগে মুঠোফোনে রাগ ভাঙানোর গান শুনাবি।
বন্ধু হবি?
টঙে বসে এককাপ চা’য় নির্দয় হয়ে ভাগ বসাবি
কষ্ট পাওয়ার ভান করে; সবটুকু তুই একলা খাবি।
বন্ধু হবি?
বিপদ এলে বীরের মতো একলা লড়ে ক্লান্ত হবি
সুখ সাগরের তীরে এসে জলকেলিতেও সঙ্গী হবি।
বন্ধু হবি?
জীবন প্রদীপ নিভে গেলে আমায় ভেবে কাতর হবি
গড়িয়ে পড়া কান্না জলে আমার মুখটি খুঁজে পাবি।