একদিন হারিয়ে যাবো আমিও------
যেমন হারিয়ে গেছে মনুষত্বের ফসিল,
রাত্রির অমানিশায় হিংস্র খেঁকশিয়ালে
ছিড়ে খাবে আমার অসাড় শরীল।
বর্ষায় মৃত নদীতে আসে জোয়ার
গর্বে উপচে পড়ে তার দু’কূল,
ভেসে যায় জীবন নদীর যৌবনে
ভেসে যায় ভোরের ঝরা বকুল।
আমি কি ভেসেছি বকুলের মতো?
আমি তো শুধু উড়েছি ডানা মেলে,
অমাবশ্যার আকাশে বসন্ত ছাড়া
প্রেমিকার ইচ্ছায়, নিজেকে ভুলে।
তুমি পারবেনা আমাকে কাঁদাতে
তোমার ডাকিনী চোখে হারিয়েছি ভয়,
আমাকে ধিক্কার দিওনা প্রিয়া
এ ঔদ্ধত্য তোমার দান, আমার নিজের নয়।