আমি ভালোবেসেছিলাম ফুল কে
তবে,
তুমি ছেড়ে গিয়ে, দেখিয়ে দিলে ভুল কে?

তুমি ছেড়ে গিয়ে করোনি কো ভুল
তবে,
তুমি রাস্তার দুপাশে ফোঁটা, পরিত্যক্ত ফুল।
বলে না,
বেশি আশা করলে পাওয়া যায় না
আবার আশা না রাখলেও বাঁচা যায় না।
তাইতো কবি বলেছেন, 'আশায় বাঁচে চাষা'
আশার বসে বেঁধেছিলাম, কাঁচা বাসা।
আমি আবেগ দিয়ে বেঁধেছিলাম তোমায়
তুমি কি জানো?
ছেলেটি এখন রাত্রিতে দিব্যি ঘুমায়।