সে কে এই প্রশ্ন:
অনেক ,
উঠছে গ্রামে ,মহল্লাই,গঞ্জ ও সেই সুদূর প্রাসাদ নগরে
উঠেছে নানা প্রশ্ন এই নিয়েও যে সে কি করে?
পাইনি কোনো উত্তর
তবে পেয়েছি অনেক প্রশ্ন।
বলি বিষয়টা ঠিক মাথায় আসলোনা মশাই
বলি ধর্নায় বসে চাষা তাতে নেই কোনো মতলব শুধু বসে তারা বাঁচার আশায়।
বলি আজ করবে এ পথ বন্ধ
চারিদিকে যতসব নোংরা রাজনীতির গন্ধ।
আজকে কালু ,
কালকে আলু ,
পরশু পেঁয়াজ,
তবে কি ফিরবে কৃষকদের সব ব্যাজ।
মতলব টা তো রাজনীতির
এইখানে তো সবে শেষ না দেশ জুড়ে কি আর টানবো ইতির।
কেউ করছে আত্মহত্যা
কারো বা হচ্ছে গণহত্যা,
এইভাবে কি টিকে থাকবে রাজনীতির সত্তা।