রাতের শহরে নেমেছে শোকেরও ছায়া
পতিতার মৃত্যুতে নেই যে কোনো মায়া।
বানিয়েছে করা তাদের পতিতা,
অভাব যে খাদ্যের,
গেরস্থের ছেলে নেমেছে রাস্তায়,
সেজেছে তারা খদ্দের।
পরনে ব্লেজার, টাই আর স্যুট বুটে তো দেখছি আধুনিকতা,
পতিতার মৃত্যুতে নয় শোকাহত
এটাই তো আধুনিকতা।