পরেছো মুখে মুখোশ তুমি হয়েছো চোখে অন্ধ
রাস্তা দিয়ে যাচ্ছো তবু পাচ্ছো না কো মানুষ মরার গন্ধ ।
বন্ধ নাক,বন্ধ কান, গেছে তোমার বুদ্ধি
মরছে মানুষ ও ভাঙছে সমাজ এটাও হচ্ছেনা উপলব্ধি।
বলি শোনো হে ভাই আর নয় মুখোশের খেলা আর নয় গরীবের সাথে খেলা
মোরা চাই একটু শান্তি,একটু আশা আর দুটি ভাত দুবেলা ।
হয়েছো তুমি দেশের নেতা
তাই বলে কি আমরা ক্রেতা ?
লুটছো সমাজ ও লুটছো দেশের সম্পত্তি
সাধারণ মানুষ আমরা কিছু নেই আশা কিন্তু খাচ্ছ মোদের এটাই তো আপত্তি।