জন্মিয়াছো যখন মরিতে তোমায় হইবে,
আকাশে মেঘ করেছে তখন বাতাস তো বইবে।
তোমার এই অবসাদ আজ কেন মিছে?
তোমার কি ভয় নেই বেরোজগারি যে তোমার পিছে।
তুমি ছেলে নিতান্ত পথেরও ফুল,
ভেবোনা কখনো; জন্মিয়া করেছো মস্ত একটা ভুল।
তুমি যেটা ছিনিয়ে নাও, কঠোর পরিশ্রম দিয়ে
পাছে প্রতিবেশী, বন্ধু ও আত্মীয়স্বজন নেবে সেটা ছিনিয়ে।
এসেছো যেদিন তুমিও কেঁদেছো,
সেই কান্না দিয়ে মা কে মায়ায় বেঁধেছো।
কতোনা অবসাদ আর কত না ক্লান্তি,
নাহয় আর কিছুদিনের পরিশ্রম তারপর তো শান্তি।
তুমি দুঃখিত ,তুমি কত না ব্যথায় ব্যাকুল,
তুমি প্রতিনিয়ত তোমার লক্ষে পৌঁছানোর জন্য আকুল।