সেদিন সবে হয়েছে বালক/বালিকা
দিলো ১৬ই পা
মোড়ের মাথায় দাঁড়িয়ে এখন ,খাচ্ছে তারা চা।
কথায় কথায় প্রেম মুখে
চায়ের সাথে ধোঁয়া টানটা যে দিচ্ছে সুখে।
মুখে শুধু লেগে আছে খিস্তি আর খিস্তি
বন্ধুর কাছে ধার চেয়ে কই ,মিটিয়ে দেবে কিস্তি।
চোখে তাদের চশমা আটা, হাতে দামী ঘড়ি
একটুখানি হাটেনা তারা, চল টোটোই চড়ি।

এক প্রেমিক/প্রেমিকাই  ভরেনা মন
চাই যে আরেকজন
হিসেব আমার নেইগো কাছে, থাকবে কতক্ষণ ।
মেলামেশায় যায় যে দিন
যাওয়া আসায় অনেক ঋণ।
সময়টুকু তোয়াক্কা নেই
কথায় কথায় লাগছে সেই!
প্রেমিক/প্রেমিকা আবার মন্তব্য চাই
না করলেই প্রেমিক/প্রেমিকা, (বোন)ভাই।
শীতের এখন আমেজ বিরাজ
Oyo মালিক তাইতো করছে রাজ।
কথায় কথায় ছেড়ে যাব,
ঘোরে অনেক ছেলে
বেটার অপশন পেলে তখন যাচ্ছে, দিব্যি চলে ।

বলি তাদের নেইকো মায়া
পুরোটাই তো দানব সায়া।

ফেসবুকেতে প্রেম যে গাঢ়
পার্কে সবাই হচ্ছে জড়ো।
সারাক্ষণ তো লেগেই থাকে
তবে কি আর, মিস করবার সময় থাকে ।
ছিমছাম আর পরিপাটি, মনে ভীষন গন্ধ
প্রেমিক এখন দেবদাস তবে, হয়েছে চোখে অন্ধ।
ডিজিটালেই শুরু আলাপ
ডিজিটেলেই শেষ
একটু প্রেমিক এদিক হলে, খাচ্ছে ভারী কেস।