আমি যখন ছোট ছিলাম
ডাক্তার হবার ইচ্ছে ছিল বড়
সুযোগ যখন আসলো ঘরে
হাত করলাম জড়ো।
নরম সুরে মা বললো
যাসনে অনেক দূরে
সমাজ তেমন ঠিক নয়
খাবে সবাই ছিঁড়ে।
দিনের পরে দিন যে যায়
এখন মুখে শুধু হায়!
ভেবে আর হবে কি?
যতই খাই পান্তা, ভাতে ঘি।
খাচ্ছি যত যাচ্ছে তত
যে যায় বলুক, আমি তো আমার মত।
আরেকটু বড় হলাম আমি
জিনিস তখন একটু দামি।
ভাবনা তখন আমায় ঘিরে
জানতে চাই করবো কি?
আমি এত লোকের ভিড়ে।

তার পরে একদিন ঘটক এলো
কিরে,
করছি কি?

ওই গ্রামতে
মেয়ে দেখছি।
যদি বলিস রাজি তুই
দেবে তারা খাল, বিল, আর পুকুর ভূঁই।
আরো দেবে সাথে গয়না খানেক
কিরে, আর কি চাস?
এটাই অনেক।
দেখতে বল, যাবি কবে?
এক দেখাতেই বিয়ে হবে।
দশ বিস জন বরযাত্রী
ফিরতে হইতো, হবে রাত্রি।
জীবন তোর ধন্য এখন
যা কিছু, তা ছিলো পুরোটাই স্বপন।