জানাই আসরের বন্ধুদের
হ্যাপি নিউ ইয়ার,
কচি কাঁচাদের,ছোট বড়দের
পেয়্যার ভরা নমঃষকার।
সেলাম,আদাব,সত-শ্রী-আকাল
সুখে থাকুক স্ংসার।
আসুক নতুন এক সকাল,
লঘু হোক সব ভার
কবিতা হোক অলঙ্কার।