নেই তুমি নেই তুমি কোথাও নেই তুমি
তুমিহীনা জীবন যেন শূন্য বিরাণ ডূমি,
একলা আকাশ সাগর নদী একলা রাতের চাঁদ
তুমি বীনা দিবা রাত্রি অগ্নি ঘেরা ফাঁদ।
পেঁজা তুলোর মেঘ উড়ে যায়, আকাশ ঘন কালো
উদাস দুপুর হয় নিহত; মন থাকে না ভালো,
কাজলা দিঘির কালো জলে তোমার ছায়া ভাসে
ঈশান কোণের মাতাল ঝড়ে মিলিয়ে যায় শেষে।
এথায় খুঁজি হেথায় খুঁজি, কোথাও তুমি নাই
হণ্য হয়ে দুপুর রাতে চাঁদের কাছে যাই,
চাঁদ বলে - খুঁজে দ্যাখো হয়তো মেঘের দ্যাশে
মেঘ বলে - পাবে তাঁকে কচি ধানের শীষে ।
খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পাখি ফিরে নীড়ে
আমার একটা নীড় হলো না কয়েক শতক জুড়ে,
যেদিক পানে তাকিয়ে দেখি সবখানে তার ছায়া
সারাটা বুক জুড়ে আছে মায়াবতীর মায়া ।
স্বপ্ন ছায়া তুমি মায়া আশার পুষ্প কানন
হারিয়ে গিয়েও জুড়ে আছো আমার হৃদয় মন।