খলিফা উমর চলছে
একাকী- মদীনায় রাজপথে
এমন সময় পথিমধ্যে দেখা হলো
এক যুবকের সাথে।
এই যুবকের চাদর তলে
ছিল এক  মদের বোতল ,
খলিফার ভয়ে  যুবকের মন
হইল ভীষণ শীতল।
কাতর হইয়া খোদার কাছে
কহিল যুবক - প্রভূ
খলিফার কাছে আমায় তুমি
লজ্জিত করো না কভূ।
অনুতাপ করে খোদার কাছে
বিপদে পড়িয়া পাছে,
উমর কহেন জলদি দেখাও
চাদরের নিচে কী আছে।
যুবক ভীষণ ভীত হইয়া
বলে, 'আমীরুল মোমেনিন
চাদরের তলে সিরকার  বোতল
আর কিছু নেই জেনে নিন।'
উমর বলে, দেখিতো আমি
বের কর যাহা আছে,
যুবক তখন মদের বোতল
দিল খলিফার কাছে।
খলিফা দেখিলেন এতো সত্যি
সিরকার একটি বোতল,
এই দেখিয়া যুবকের বুকে
ফিরিল শক্তি বল।