শীতের কুয়াশা ফুঁড়ে বেরিয়ে এলো
একগুচ্ছ তরতাজা সবুজ পরিকল্পনা,
হঠাৎ নেচে উঠল দেবদারু পাতাগুলো
পুর্ব থেকে আচমকা আসা হাওয়ায় কাঁপন ধরে,
মিষ্টি রোদের আমন্ত্রণে বারান্দায় বাসা বাঁধে আলসেমি।
ধীরে লয়ে কেটে যায় কুয়াশা, মনের মাঠ ঘাটে
চমৎকার সুর্য উঠে ভাবনার বিস্তৃত আকাশে,
পরিযায়ী পাখিদের কোলাহলে মুখরিত লোকালয়
হৃদয়ের দু'ফসলি জমিতে  সরিষার ফুলের ঘ্রাণ
যতদূর চোখ যায় - হলদে ক্যানভাস ;
তিনটে শালিকের বুদ্ধি বৃত্তিক  আলোচনায় সামিল হয়ে
কখন যে সকাল পেরিয়ে গেছে ঠাহর করতে পারি না।
পরিকল্পনার পরী উড়ে যায়
বাস্তবতা আর কল্পনার দ্বিধা দ্বন্দ্বে ফুরিয়ে যায় সময়,
উদ্বাস্তু শরীর স্থবির হয়ে উঠে যেন -
মাইকেল এঞ্জেলোর ভাষ্কর্য।