কিছু বৃক্ষ ছায়া দেয় মায়া দেয়
রোদে পুড়ে মেঘে ভিজে,
ঝড় ঝাপটায় ক্ষত বিক্ষত
নিজেকে পোড়ায় নিজে।

জ্বলে পুড়ে আলো দেয় মোম
নিঃশেষ পোড়ে পোড়ে,
কে কবে রেখেছে মনে
তার এই ত্যাগ তিতিক্ষারে।

ধুপ জ্বলে ধিকি ধিকি
গন্ধ বিলায় সবে,
সুগন্ধি ভোগ শেষে
ধূপ গাঁথা কী মনে রবে ?

কেউ কেউ জ্বলে সারাজীবন
নিজেকে করে উজাড়,
দিন শেষে তাঁর কথা
কেবা মনে রাখে আর ?