ভালবাসা কী সপ্তর্ষি মন্ডলের চাইতে ও দুরে নাকি!
নীল জোছনায় চাঁদের ইশারায় -কুয়াশার মেঘ শিশির ছড়ায়,
খুঁজে ফিরি হলুদ পাতার ভীরে - সন্ন্যাসী মাছরাঙার নীড়ে।
কত না পাখির পালক - কাশবন যেন ছুঁয়ে যায় অপলক,
স্বচ্ছ জলের দ্যাশে মাছেরা করতালি বাজায় শেষে,
খুঁজি এ পাড়ায় ও পাড়ায় , হায় !
ভালবাসা কোথায় হারায় ?
শতবর্ষি  বৃক্ষের ছায়ায় - ক্লান্ত পথিকের মায়ায়
আলো ছায়া খেলা করে - রাখালিয়া বাঁশরী কেঁদে মরে,
হায় ! ভালবাসা কোথায়?
হেমন্তের কুয়াশায় ধ্যানে - ফসলের আগমনী গানে
কৃষানের স্বপ্ন শিহরণে, চঞ্চলা যুবতী আনমনে।
মেহেদীর সবুজ পাতায় - রাঙা হাত; নীল খাতায়
অজস্র কবিতার ভীরে - ভালোবাসা থাকে দুরে।
এক ঝাঁক শালিকের দল , দিনভর কোলাহল
মুখরা রমণী কলসি কাঁখে - ছাতিম শাখে ঘুঘু ডাকে,
অদুরে নদীর জলে - দুঃখ সুখের ভেলা চলে,
নৌকার হালে রঙিন পালে, দখিনা বাতাস দোলে,
উজানে যায় ভাটিতে বায়, হায় !
ভালবাসা কোথায়! ভালবাসা কোথায়!
সবুজ শাড়িতে লাল পাড়-যুবতীর তবুও মুখ ভার
কঠিন পেশিতে লাঙ্গলের ফলা - যুবকের বুকে নেই ছলাকলা
রঙিন ফিতা হাত ভরা লাল চুড়ি - বাউলা বাতাস দ্যায় সুরসুরি,
বৈষ্টুমীর গলায় উদাস সুর, হায়!
ভালবাসা তুমি থাকো কত দুর !