কোথায় তুমি খোদা ?
অসহায় পথশিশু কাঁদে পেটে নিয়ে ক্ষুধা।
জন্ম কি তাঁর আজন্ম পাপ!
অবোধ শিশু কেন নিবে ক্ষুধার অভিশাপ।
রাস্তা ঘাটে পশুর মতো করছে জীবন যাপন
নেই কি কেহ দেখার মত আহ্ মানুষ রতন !
দেশে দেশে যুদ্ধ খেলা কত শিশু মরছে
অসহায় সব মানুষের উপর অগ্নি বোমা পড়ছে
ঘর হারিয়ে কত মানুষ আসমানের নীচে
হায়েনাদের ক্ষেপণাস্ত্র ছুটছে তাঁদের পিছে।
মানুষ কুকুর এক ভাগাড়ে করছে কাড়াকাড়ি
এক টুকরো রুটির জন্য কত আহাজারি!
কোথায় তোমার দয়া মায়া রহিম রহমান
মানবতা ভুলুণ্ঠিত বাঁচাও ওদের প্রাণ।