চারিদিকে ঘন মেঘের ছায়া
গুমোট হাওয়ায় ঝড়ের পূর্বাভাস
আতংকে নীল জনপদে
স্তব্ধ বিষাদ ফেলে নিঃশ্বাস ।
নতুন ভোরের অপেক্ষাতে
দীর্ঘ রাতের তারা
আকাশ জুড়ে মেঘ জমেছে
আলোর নেইকো সাড়া।
তরুণ যুবার অসীম শক্তি
আনবে নবীন অরুণ
দেশটা যে হায় ধ্বংসস্তূপে
হাল হকিকত করুণ।
শিশু কিশোর বৃদ্ধ নারী
তাকিয়ে আছে সেই আশায়
চারিদিকে এতো জঞ্জাল
রক্তে তরুণ বুক ভাসায়।